ও বিষের বাঁশি শুনে ঘরে থাকা দায়
বুঝি মন হারালো সুরেরো মায়ায় ।।


জানালার পথে যে ওই আকাশ ডাকে
নয়নে হলুদ বিকেল স্বপ্ন আঁকে
ফাগুনের রং যেনো সাজাবে আমায় ।।


পালাবো কেমন করে বাঁধন থেকে
হৃদয়ে আবেশ কেনো যাই যে রেখে
আমি তাই ভেবে মরি করি কি উপায় ।।