নদী কি কথা কয় আকাশের সাথে
কীযে কথা হয় আহা আলো ছায়াতে
আমি জেনেছি, জেনেছি গোলাপের ভাষা কি ?
আর ভালোবাসা কি ?
তোমাকেই ভালোবেসে দেশ ।।


কোকিলটা কেনো ডাকে বন বাদারে
কি কথা বলে ঐ মন আঁধারে
ব্যাকুল বাতাস কেনো আড়ি পাতে
আমি জেনেছি, জেনেছি হৃদয়ের ভাষা কি
তার ভীরু আশা কি ।।


বিরানায় কেনো ডাকে একলা পাখি
কোন অভিমানে যে মেঘলা আঁখি
জোছনা কুড়ায় মাটি কেনো রাতে
আমি জেনেছি, জেনেছি শিশিরের ভাষা কি
তার ভীরু আশা কি ।।