নীল আকাশ ডাকে আমায়
প্রজাপতির মতো ডানা মেলে
উড়ে যাবো দূরে হেসে খেলে
কেউ খুঁজে পাবে না ওই নীলিমায় ।।


সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে
পরীদের দেশে এসো যাই হারিয়ে
মুঠো মুঠো চাঁদের আলো মাখবো দু'জনায়
আলোর এ ঝর্ণায় ।।


রুপকথার ভালোবাসা বুকে নিয়ে
অজানার পানে দেবো হাত বাড়িয়ে
গানে গানে ফুল ফোটাবো মিষ্টি জোছনায়
খুশির এ ওড়নায় ।।