নাহয় খোঁপার পদ্ম তোমার ঝরেই গেলো
মনটা আমার পদ্ম হয়ে তোমার মনে রয়ে গেলো ।।
মনের মতো মানিক এমন থাকতে
ভুল করো না আমায় কাছে ডাকতে
মন পাখিটা দুষ্টুমিতে সেই কথাটা কয়ে গেলো ।।
বধূ তোমার মধুর মধুর লজ্জা
চোখ দুটোতে সাজাও ফুল সজ্জা
আসবো কিনা কোন সুরভী এই হৃদয়ে রেখে গেলো ।।