মনে পড়ে আজ মনে পড়ে
তোমাদের কথা কলি
পলাশে শিমুলে কৃষ্ণচূড়ায়
অমর স্মৃতির পদাবলী ।।
কি যেনো এক বেদনা বিসাদে
মন কাঁদে হায় প্রাণ কাঁদে
আত্মদানের অমরতায় উদ্ভাসিত
আজ শ্রদ্ধার অঞ্জলি ।।
সংগ্রামী সেই অমর কাহিনী
রবে অম্লান চিরদিনই
বীর শহীদের স্মৃতির মিনার থাকবেই ছেয়ে
এই শ্রদ্ধার অঞ্জলি ।।