মন থেকে মুছে যেতে যেতে
স্মৃতিটুকু ঠিকই মুছে যাবে
হয়তো তখন আর কষ্ট হবে না এভাবে ।।
হয়তো তখন আর কাঁদবো না কেউ
এ হৃদয় ভাঙবে না এ ব্যথার ঢেউ
সহজ হয়ে যাবো আমরা দু'জনেই
সহজ হতে হয় যেভাবে ।।
এই তো নিয়ম হায় এই পৃথিবীর
এই তীর ভাঙে সব গড়ে ঐ তীর
মনের খাতা খুলে যোগ বিয়োগেরই
হিসাব করে আর কি হবে ।।