কতদিন, কতদিন পর
যাযাবর একটি মন ঘর বাঁধলো ।।


আজ সব ক্লান্তি মুছে গেল তার
মুছে গেল চিহ্ন সব বেদনার
যে চোখ কাঁদেনি সেও আজ কাঁদালো ।।


সেই শুভ দৃষ্টি অনুরাগে তার
ভরে দিলো স্বপ্নে মনটা আমার
তাই কি হৃদয়ে এতো সুর জাগলো ।।