কলাপাতার নাচন দ্যাখো রঙ্গিলা বাতাসে
এপিঠ দেখায় ওপিঠ দেখায় বসন্তেরও মাসে
মনটা যে পথ চেয়ে ছিলো কেউ যদি গো আসে
আমায় একটু ভালোবাসে ।।


হাত ধরিলা তুমি আমার বুক ভরিলা সুখে
সুখের স্বপন এঁকে দিলা বন্ধু আমার বুকে
ফাগুনেরো আগুন যে হায়
উঠলো জ্বলে তোমার ছোঁয়ায়
একটু থাকো পাশে ।।


মন কারিলা তুমি আমার মন কারিলা সাথে
ফুলের সাথেই করে খেলা ভ্রমর দিবস রাতে
পিরিতেরো বাঁধন যে হায়
রাখবে বেঁধে তোমায় আমায়
একই গো নিঃশ্বাসে ।।