খাতার পাতায় একটা নাহয়
অঙ্ক হলো ভুল
মালা থেকে ঝরে গেলো
নাহয় একটা ফুল ।।


জীবনের অঙ্কটাই যার ভুলে ভরা
তার কি সাজে আর অঙ্ক করা
এই অকূলে মিথ্যে কেনো
খুঁজি আমি কূল ।।


শেষ থেকে কি শুরু করা যায় জীবনে
হয় কি জীবনটার অন্য মানে
প্রেম কি তবে এই জীবনে
সর্বনাশের মূল ।।