কেন যে আমায় তুমি চন্দ্রমুখী বলো
যখন সবাই আমায় বলে পোড়ামুখী
নাহয় সেই অপবাদ চির সাথী হলো ।।
তুমি বলো সোহাগী স্বর্ণলতা
চোখে নাকি চৈতী হাওয়ার চঞ্চলতা
কেন যে দেখো না এ চোখের গভীরে
অশ্রু টলোমলো ।।
তুমি বলো মোহিনী কৃষ্ণচূড়া
আমি নাকি নদীর মতোই সয়ম্ভরা
কেন যে দেখো নাই এ বুকের গভীরে
আগুন জ্বলো জ্বলো ।।