জন্মভূমি তোমায় ঘিরে
আমার একি স্বপ্নময়তা
অপরূপ এক লাবণ যে
তোমারই কোল ভরালো এই উচ্ছলতা ।।


প্রকৃতি তোমায় গড়েছে এমন করে
শতরূপে এলে মুগ্ধ দু'চোখ ভরে
আলোয় আলোয় অনন্য ঐ
তোমারও হাসির উচ্ছলতা ।।


অনিন্দ্য এক মাধুরী তোমার মুখে
পাবো না তো খুঁজে অন্য দেশের বুকে
তোমার সবুজ নিসর্গে যে
জড়িয়ে প্রাণের চির মমতা ।।