জীবনের হালখাতাটা আবার লেখা হতো যদি
তোমার আমার দেখা হতো যদি
ভুলগুলো সব ফুল হয়ে ফুটতো কি
ভালোবাসা ঝর্ণা হয়ে ছুটতো কি ।।
নাকি অভিমানের বৈরী বাতাস
হতো আবার দীর্ঘ নিঃশ্বাস
মেঘে ঢাকা চাঁদটা আবার উঠতো কি ।।
নাকি অনুরাগের অন্ধ আবেগ
হতো আবার বৈশাখী মেঘ
এ নয়নে নয়ন ভ্রমর জুটতো কি ।।