জানি না তেমন সূর্যোদয় হবে কিনা আর
প্রতি ভোরে তোমারই মুখ দেখে ঘুম ভাঙবে আমার ।।


অভিমানের মেঘ করেছে সেই কবে
মালা থেকে ফুল ধরেছে সেই কবে
সেই থেকে এই চোখেরই আকাশ রয়েছে আঁধার ।।


তুমি এলে ভাঙবে জানি ভুলগুলো
মালা করে রাখবো আমি ফুলগুলো
তেমনি করেই ছড়াবে সুবাস শিউলি আবার ।।