জানি কষ্ট হবে তবুও তার
ডাকে তো সাড়া আমি দেবো না
কেনো সে প্রেম করে আমার এ বুক ভরে
দিয়েছে ব্যথা ওরে
আমি মন তারই নেবো না
চলে যাবো দূরে বহুদূরে ।।
মনটা আমার কেঁদে কেঁদে
পাথর বুকে নেবে বেঁধে
বললে আমায় কেনো কাঁদো
মুখ লুকিয়ে কেনো থাকো
আমি তার কথায় গলবো না
চলে যাবো দূরে বহুদূরে ।।
দেখবো না আর ফিরে ফিরে
আঁধারে সে যদি ঘিরে
বললে আমায় কীযে ভাবো
হাত সরিয়ে কেনো রাখো
আমি তার কথায় ভুলবো না
চলে যাবো দূরে বহুদূরে ।।