ঘুম এলে স্বপ্নে আসে
স্বপ্ন এলে তুমি আসো
স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো ।।


যখন আমি নদীর মতো
ভেসে ভেসে
হারিয়ে যাই নিরুদ্দেশে
তুমি তখন পঞ্চমী চাঁদ হয়ে আমায় কাছে ডাকো ।।


যখন আমি তোমার মাঝে
বারে বারে
খুঁজে বেড়াই এই আমারে
তোমার চোখের তারায় দেখি প্রত্র লেখা যেও নাকো ।।