গাঙ্গের পাড়ে হিজল গাছ
গাছের নীচে পাতার বিছানা
সেই বিছানার নাই রে ফুল
গাঙ্গের ও যে নাই রে কূল
জোছনা রাইতে ভাইসা যাইতে
কইরো না মানা
হাত বাড়াইয়া ডাকে যেনো
অচিন ঠিকানা ।।
পূর্ণিমারই চাঁদ যেমন দেখায় নদীর তলা
তেমন কইরা হইলো না রে মনের কথা বলা
মনের আশা রইলো মনে
দুইজন রইলাম দুই ভুবনে
মইধ্যে সীমানা ।।
ঘোমটা দিয়া যায় কি ঢাকা কপালেরই লেখা
এতো কাছে দুইজন তবু দুইজনই যে একা
আসমান কি আর জানে হায়রে
পন্থপানে ভাইঙ্গা যায়রে
পঙ্খীরো ডানা ।।