ফুলের গন্ধে ভরা ছন্দে ছন্দে ভরা
এ জীবন হয় যেন ফুলেরই মতন
কতো স্বপ্ন কতো আশা
দুটি চোখে কতো ভাষা
ভালোবাসা হয়ে যেন ছুঁয়ে থাকে মন ।।


হাসি গানে ভরে থাক পৃথিবী সবার
এ সুখের শেষ যেন হয় না কো আর
হাজার তারের বীণা বাজে সারাক্ষণ ।।


নদী হয়ে বয়ে যায় যেন এ হৃদয়
এ ফাগুন সেতো আর হারাবার নয়
প্রাণেরই সুরে বাঁধা প্রাণেরও বাঁধন ।।