ফুল ফোটেনি একটাও ফাগুন তবু আসলো
মন না জেনেই প্রথম দেখায়
মন যে ভালোবাসলো ।।
হিসেব করে হয়না ভালোবাসা
তাই ফুলের আঘাত সয়না ভালোবাসা
মেঘে মেঘে আকাশ ঢাকা
দু'চোখ তবু হাসলো ।।
দুটি মনে আয়না ভালোবাসা
কেউ জীবন দিয়েও পায়না ভালোবাসা
এতো কাছে পেয়ে তোমায়
হৃদয় সুখে হাসলো ।।