ফুল ফোটে ফুল ঝরে
ফুল ঝরে ফুল ফোটে
জীবন থেকে জীবন চলে গেলে
ফেরে না আর ।।


আকাশ যদি ডাকে
পাখি কি নীড়ে থাকে
সারাদিন আকাশ তাকে
বুকে ধরে রাখে
গোধূলি রং ডানায় মেখে
নীড়ে সে ফেরে আবার ।।


সাগর ডাকে যদি
দূরে কি ডাকে নদী
নিশি দিন চলার মাঝেই
বুকভর যে তার ক্ষতি
ঢেউয়ে ঢেউয়ে যে তীর ভাঙে
সে তীর গড়ে আবার ।।