ফাগুন ভেবে আগুনে হাত রাখলাম
সে ভুল আমার ভুল তোমার তো নয়
আলো ভেবে আলেয়ারে কাছে ডাকলাম ।।


আকাশের নীল দেখে
বেদনার এই নীল নয়নে মেখে
অনুরাগের ছবি বুকে আঁকলাম ।।


গোলাপের পাপড়িতে
হৃদয়ের সব রং ছড়িয়ে দিতে
অভিসারের পথ চেয়ে থাকলাম ।।