নাম শুইনাছি ঢাকা শহর চোক্ষে দেখলাম আজ
গোলক ধাঁধায় চোক্ষু আমার হইলো চরক গাছ
এতো সুন্দর ঢাকা শহর বানাইয়াছে কোন কারিগর
নেশা নেশা জাগে এই না নজরে
খুশি খুশি লাগে আমার অন্তরে ।।
উঁচা উঁচা দালান কোঠা লম্বা লম্বা গাড়ি
ণানুষগুলা চলছে যেন পিঁপড়া সারি সারি
কোনো কিছু নাইরে ঢাকা সব দেখি রে খোলা
নাম দিলো কে ঢাকা শহর জানে উপরওয়ালা
এ সামাল সামাল সাবধানে চল ভাঙবে রে কোমর ।।
রঙিন রঙিন কতো শোভা দেইখা কি হুঁশ থাকে
চিমটি দিয়া হুঁশ ফিরামু তাও তো সময় লাগে
আগে পিছে হাজার গলি পড়লাম কি চক্করে
চোরা গলির ফান্দে পইড়া মাথা শুধুই ঘোরে
তওবা তওবা ওরে বাবা লাগে ভীষম ডর ।।