এতো কষ্ট কেনো বুকে
কাছে এলে কষ্ট দূরে গেলে কষ্ট
অশ্রু ঝরে দু'চোখে ।।


আকাশের বুকে মেঘ জমা না হলে
কখনো কি এ মাটি ভিজতো জলে
দু'জনেই তাই কষ্টই পাই
আরো কাছে পাবার সুখে ।।


এই বুকে এতো প্রেম ছিলো যে জমে
জ্বলে জ্বলে বুঝলাম তোমারই প্রেমে
এভাবেই তাই জ্বলতেই চাই
ভালোবেসে হাসি মুখে ।।