এতো কাছে থেকে এতোদিন দেখে
তবু তারে চেনা গেলো না
হায়, মন সে আমায় দিলো না ।।


আলো ভরা দুটি চোখে কেনো মেঘ সাজালো
বিরহের বাঁশি কেনো হৃদয়ে সে বাজালো
প্রেম সেকি মরীচিকা শুধু ছলনা ।।


কতো আশা ছিলো বুকে ভেঙে ভেঙে গেলো যে
হাসিটুকু মুছে দিয়ে জানিনা পেলো সে
নীড় সেতো এ জীবনে আঁকা হলো না ।।