এবার আমার শুধু দেবার পালা
কোনো কিছু চাওয়া নেই এই মনে
আমি সুখী তোমায় পেয়ে এই জীবনে ।।


তুমি যা দিয়েছো সেই টুকুতেই
জীবন আমার ভরে গেছে এই
এরপর কোনো চাওয়া থাকে কি
জীবনে কি মরণে ।।


দিয়েছি আমি এই মনটা আমার
দিয়েছি মনের সব অধিকার
এ দেয়ার সাধ বলো মেটে কি
ফাগুনে কি শ্রাবণে ।।