এইতো জীবন
কিছু হাসি কিছু ক্রন্দন
ছোট ছোট দুঃখ সুখের অপরূপ এক বন্ধন ।।


বয়ে চলা নদীর মতোই হয়তো সে
খসে পড়া পাখির পালক নয়তো সে
কুঁড়ি থেকে ফুল, ফুল থেকে মালা চন্দন ।।


ভালো লাগা আর ভালোবাসার আয়না সে
ভুল করে ধরে যেই ফুলে পায়না সে
এইটুকু প্রেম, প্রেমের এ অনুরঞ্জন ।।