এই তো এ দেশ
মায়ের মতো জড়িয়ে দু'হাতে বলে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ।।
চিরকালের সুখ পাখিটা
যে ছেড়ে না যায় ভিটা
তাই সে আমায় ভরিয়ে দেয়
দূর্জয় প্রেরণাতে ।।
ভালোবাসায় বুক জড়িয়ে
ক্লান্তি আমার দেয় মুছিয়ে
তার অপরূপ স্নিগ্ধতা এই
বিমুগ্ধ চেতনাতে ।।