এই পদ্মা নদীর বুকে স্বপ্ন রঙিন
পাল তোলা নাও বেয়ে
কতো না দিন কেটেছে কিশোর বেলায়
সঙ্গী সাথী নিয়ে ।।
পদ্মা পাড়েই ছিলো আমার ঘর
বুকে বুকে ছিলো ভালোবাসা
মমতা আদর সুখের প্রহর
সূর্য যখন ডুবে যেতো নদীর জলে
দেখে দেখে নয়ন দুটি যেতো জুড়িয়ে ।।
মাঠে মাঠে ফলতো সোনার ধান
সুরে সুরে ভরে দিতো তাই
সকলেরই গান ছিলো হাসি গান
এখনো সেই ফসল ফলে আগের মতোই
আমি শুধু এইখান থেকেই গেছি হারিয়ে ।।