এই মনকে নিয়ে কি করা যায়
আমার চোখে ধূলো দিয়ে পালায় সে
আমার বুকে থেকে তবু
আমাকেই জ্বালায় সে ।।


এতটুকু পেলে আদর
সে বলে ভয় কিরে তোর
ভালোবেসে বেঁধে নে রে ঘর
আমি ভালোবাসতে গেলেই দেয় না ধরা
কারো প্রেমের মালায় সে ।।


যদি তাকে করি শাসন
সে বলে এই সখি শোন
কেনো রাগ করিস এমন
আমি আলো জ্বালতে গেলেই সেই আলোতে
আগুন কেনো জ্বালায় সে ।।