এ যেন আলোর সমুদ্দুর
আলোর খেয়ায় মন ভেসে যায়
ছুঁয়ে ছুঁয়ে দৃষ্টি আমার সোনালী রোদ্দুর ।।


রাতের ফোটা শিউলি গোলাপ
রৌদ্র মেখে সূর্যমুখীর সঙ্গী হয়ে
স্বপ্ন দেখে পাতা শিরশির মিষ্টি হাওয়ায়
মৌমাছি মোর ছন্দ ছড়ায়
ছন্দ ছড়ায় মৌ ছুর ছুর ।।


গানের পাখি নীড় ছেড়ে ওই মেললো পাখা
দুঃসাহসের স্বর্ণ রেণু ডানা আঁকা
কালো ঝিলমিল মুগ্ধ মায়ায়
মৌসুমী ফুল গন্ধ ছড়ায়
গন্ধ ছড়ায় মৌ ছুর ছুর ।।