দেখেছি এই সবুজ শ্যামল দেশটাকে
দেখেছি মানুষ সহজ সরল
ভালোবাসায় উচ্ছল চিরদিনই
আমি চোখের কাছে ঋণী ।।


দেখেছি হাজার রূপে হাজার ফুলের হাসি
ঢেউ চঞ্চল নদীর জলরাশি
আকাশ ছড়ায় যেন আলো নির্মল চিরদিনই ।।


দেখেছি বাঁধন হারা বাঁধন সবার মাঝে
ঝড় ঝঞ্ঝায় উদ্দাম শত কাজে
বুকের ছায়ায় রবে স্মৃতি ঝলমল চিরদিনই ।।