দু, চোখে পরেছি স্বপ্ন কাজল আজ
হৃদয়ে রঙে সাজাবো বাসর আজ
অরণ্যে ফুল ফুটুক
আর না-ই ফুটুক আজ ।।


চাঁপা রঙ জোছনায় রাত্রি যে কথা কয়
ভীরু চাঁদ আকাশে একা ওই জেগে রয়
রিনিঝিনি তোলে কাঁকন সুরেরই কারুকাজ ।।


কেনো মন জানিনা উতলা হয়ে যায়
সোনারই শিকলে বন্দী সে হতে চায়
সজনী গো বলো বলো আমি কি করি আজ ।।