চন্দ্রগ্রহণ লাগে যখন
রাতটা তখন যেমন করে অন্ধকারে হারায়
তেমনি নিবিড় আঁধার এখন
গ্রাস করেছে আমায় ।।


সুখের সুনীল শয্যা পেতে কেটেছে রাত
শুধুই বুকে বেঁধেছে আমার কাঁটার আঘাত
ঝরে ঝরে পড়েছে আশার মুকুল
মিথ্যে প্রতিক্ষায় ।।


চোখের কাজল অশ্রু হয়ে ঝরেছে তাই
মিছেই শুধু বেজেছে প্রেমের নীরব সানাই
কেঁপে কেঁপে ওঠেনি তোমার প্রাণে
মিষ্টি শুভেচ্ছা ।।