চলরে মন চলরে এবার দুনিয়া ছেড়ে
দুখে দুখে সুখের কপাল গেছে রে পুড়ে
রক্তের বাঁধন ছিন্ন করে পর হয়েছে ভাই
ওরে নাই নাই নাইরে বুকে শান্তি নাই
কেঁদে বুক ভাসাবো চোখে পানি নাই ।।


স্বার্থপরের এই দুনিয়ায় নাইরে মানুষ আর
এক নিমেষে ভেঙে যায়রে সুখেরই সংসার
দুই দিনের এই জীবন তবু কেউ তো কারো নয়
ধুকে ধুকে এই জীবনে হয়রে পরাজয়
স্নেহ মায়া ভালোবাসার কোনো মূল্য নাই ।।


অন্তর জ্বালা যায়না দেখা জ্বলছে নিরন্তর
এই অন্তরে যায়রে বয়ে কাল বৈশাখী ঝড়
এতো স্বাদের স্বপ্ন কেনো মিথ্যে হয়ে যায়
পথে পথে ঘুরছি শুধুই হয়ে অসহায়
কোন জনমের পাপের বোঝা যাইরে বয়ে যাই ।।