চল হারিয়ে যাইরে, সুখ যেখানে পাইরে
আজ রংধনু রং মেখে, স্বপ্ন যাবো দেখে
আর তো চাওয়া পাওয়া নাইরে ।।


পাখিরা আকাশে কতো না সুখে যায় উড়ে মেলে পাখনা
আজ দুঃখগুলো সব পেছনে পড়ে থাক না
চোখেরো আড়ালে কতো চোখে যে অশ্রু শুধু ঝরছে
সেই কান্নারো স্মৃতি কেনো যে মনে পড়ছে ।।


ঠিকানা জানিনা তবু কতো পথ বন্ধু হয় চলতে
আর নিয়তির আগুনে কখনো হয় জ্বলতে
কতো না হৃদয়ে কতো না আশার আলো নিভে যায়রে
এই পৃথিবী সবার সব কি অধিকার পায়রে ।।