চির সবুজের দেশ আমার প্রিয় জন্মভূমি
সোনার বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ ।।


এখানে রোদ উঠলেই সোনা হয়ে ফলে ফসল
এখানে বৃষ্টি হলেই মায়ের মতো হয় মাটির কোল
এই রোদ বৃষ্টির সুরে বাঁধা শব্দ অশেষ ।।


এখানে পাখপাখালির ডানায় নাচে সোনালী দিন
এখানে কৃষ্ণচূড়ার আলতা মেখে হয় হৃদয় রঙিন
তাই মন ভ্রমরের চোখে জাগে মুগ্ধ আবেশ ।।