বুকের ভিতর একটি ভীরু চন্দনা
তার মিষ্টি শেষে আমায় আকুল করলো
এইতো ভালোবাসার কথন
সে তার রঙিন ঠোঁটে ভরলো
এইতো প্রথম ফোটল কুড়ি
পাপরিতে তার ফাগুনের লুকোচুরি
আলোয় আলোয় আজ যেন তার নয়ন দুটি ভরলো
এইত প্রথম ভালোবাসার কথন ,,,


এইত প্রথম কাপলো হৃদয় লাজে
আনন্দে আজ মিলনের বাঁশি বাজে
সুখের ছোঁয়ায় সব অভিমান কখন ঝরে পড়ল
ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ এইত প্রথম ভালোবাসার কথন