বুকে আমার ফুটলো সুখের একটি লাল গোলাপ
ওগো তোমায় পেলাম বলে
এতো সুখ এই কপালে সইবে কি?।


এতো প্রেম কোথায় আমি পাবো
তোমারই মতো ভালোবেসে যাবো
ভয় হয় কোনোদিন ভুলে যাও যদি ।।


হৃদয়ের নিবিড় অনুরাগে
যা দেখি এখন সবই ভালো লাগে
ভয় হয় এ বাঁধন খুলে নাও যদি ।।