আয়রে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা
সূর্য তারা নাচরে তোরা, তা ধিন তা ধিন
খুকুমণির শুভ জন্মদিন
খুকুমণির আজ জন্মদিন ।।
বেহেশতেরই নূর হয়ে এলি ওরে ও তুই
আদরে আদরে মাখা তুই যে ভালোবাসার জুঁই
স্বপ্নেরা তাই মেললো ডানা রঙিন রঙিন ।।
মমতার এই বন্ধনে বেঁধে নিলি এই প্রাণ
লাল পরী নীল পরী এসে গাইবে যে খুশিরই গান
তোর খুশিতে রেঙেছে এই আসমান জমিন ।।