আসমান ফাইট্টা খুশির আলো
আইলো আমার ঘরে
আশা পূরণ হইলো আমার
অনেক দিনের পরে
তাই সুখের সীমা নাই
অনন্তকাল ধইরা তোমায়
ভালোবাসতে চাই ।।


আমার লক্ষী বউয়ের জন্য
জীবন আমার হইলো ধন্য
কতো আদর সোহাগ দিলা
বুকের মধ্যে টাইনা নিলা
উড়াল পঙ্খী হইয়া দুই জন
যেনো ভাইসা যাই ।।


আমার স্বপ্ন আমার সংসার
তুইলা দিলাম হাতে তোমার
কতো ভাগ্যবতী আমি
তোমার মতো পাইলাম স্বামী
এপার ওপার দুই পারেতেই
তোমায় যেনো পাই ।।