আর একটি কী দুটি দিন তুমি আছো
চলে যাবে তারপর
মনে হলেই ব্যথায় ব্যথায় ভরে যায় অন্তর ।।


কী হতো এই বাঁধন না বাঁধলে
আমাকে কাঁদিয়ে নিজেও তো কাঁদলে
শূন্য ছিলো শূন্য না হয় থাকতো এ ঘর ।।


কী হতো এই ফাগুন না আসলে
হৃদয় পলাশে তুমিও না হাসলে
একলা ছিলাম একলা নাহয় কাটতো প্রহর ।।