আমি তো সবই ভুলে যেতে চাই
স্মৃতিগুলো তবু কেন
বারে বারে দোলা দিয়ে যায় ।।


ভেঙে দিলো সে যে সাজানো বাসর
নেমে এলো বুকে বৈশাখী ঝড়
এই জীবনে শূন্যতা শুধু
নিশিদিন আমাকে কাঁদায় ।।


কতো আশা ছিলো হৃদয়ে সেদিন
দুটি চোখে ছিলো স্বপ্ন রঙিন
সবই তো সে ভেঙে দিয়ে
কেন যে ভুলে গেলে আমায় ।।