আমি তো হৃদয়হীনা নই
নিজে তুমি হৃদয়হীন বলে
এই অপবাদ দিয়ে আমার
চোখের আড়াল হলে ।।


দু'চোখে আমার জল দেখে যদি
সোহাগে তুমি আমায় ডাকো নদী
কেনো কাঁদি বুঝো নাই
কতটুকু প্রেমের অবুঝ চোখের জলে ।।


বুকের ভেতর ঝড় তুলে তুমি
ভেঙেছো সে নদী জল বেলাভূমি
শুধু শুধু জীবনের
কেনো আজো স্বপ্নে প্রদীপ তবু জ্বলে ।।