আমি মুগ্ধ, এই মুগ্ধতা তোমাকেই ঘিরে
আমি প্রাণ পেয়েছি এই গান পেয়েছি
পেয়েছি সবই এই মাটির নীড়ে
জন্মভূমি আমার তুমি আমার ।।
আমি পেয়েছি বুক ভরে ভালোবাসা
পেয়েছি সুবর্ণ এই আলো এই আশা
এ ভালোবাসা তোমার এই কোলে
মরণ ফলেও যেন আসি ফিরে ।।
আমি পেয়েছি এই জীবনে এতো যে সুখ
পেয়েছি শিশু এই মিষ্টি মুখ
এ যেন তোমার মমতা হয়ে
আমার হৃদয় আজ পড়েছে ঝরে ।।