আমি মেঘ না হলেও
ভালোবাসার
         বৃষ্টি হয়েই
        তোমার বুকে ঝরবো,
এই ভীরু মনটা নিয়েই
       তোমাকে জয় করবো।।


কৃষ্ণচূড়া না হলেও
মনের আগুন দিয়ে,
সোহাগী ফাগুন আমি
       নেবো সাজিয়ে,
আমি সেই ফাগুনের
         আবীর মেখেই
       তোমার ও হাত ধরবো।।


চন্দ্রমুখী না হলেও
তোমার আলোয় হেসে,
হারাবো তোমার প্রেমেই
                  নিরুদ্দেশে,
আমি সেই আলোতেই
         আমার আঁধার
    আলোয় আলোয় ভরবো।।
-----------------------------------------
কথা: মুনশী ওয়াদুদ
সুর: এ এইচ মোঃ রফিক
শিল্পী: আবিদা সুলতানা