আমি হার মেনেছি তোমার জয়ের কাছে
হার মেনেছি দ্যাখো হাসি মুখে(২)
এমনি করে তুমি পাশে থেকো
পাশে থেকো তুমি সুখে দুখে
একটি পাখির ওই এতটুকু নীড়
সে তো করেছি আমার মনে স্বপ্নের অধীর
তাই বুঝি মন কবিতার মত
উপমা খুঁজে তেমায় নিয়ে
আমি হার মেনেছি তোমার জয়ের কাছে
হার মেনেছি দ্যাখো হাসি মুখে
প্রশ্ন দোলে কেন নয়নে আবার
না না বেঁধেছি তোমার সাথে ভাগ্য আমার
প্রেম শুধু নয় জীবনের মানে
বেদনা ও যেনো জড়িয়ে থাকে
আমি হার মেনেছি তোমার জয়ের কাছে
হার মেনেছি দ্যাখো হাসি মুখে
এমনি করে তুমি পাশে থেকো
পাশে থেকো তুমি সুখে দুখে