আমি একটু সুযোগ পাইনি তোমার ভুল ভাঙাবার
সময়ের কাছে আমি মেনেছি হার ।।
সে ভুল তোমার দু'চোখ ছুঁয়ে
কান্না হয়ে ঝরলো যখন কাজল ধুয়ে
কেনো বুঝিনি ওচোখেই ছিলো অভিযোগ তোমার ।।
সে ভুল এখন আমায় ঘিরে
দুঃখ নিয়ে গড়ছে পাহাড় স্মৃতির ভিড়ে
কেনো ভাঙেনি এখনো বলো অভিমান তোমার ।।