আমি এক পা এক পা করে
ফেরারো পথ ধরে কখন যে চলে এসেছি
ভালো থেকো তুমি মনে পড়ে
শুধু এইটুকু বলে এসেছি ।।
হয়তো আর কখনো হবে না দেখা
চোখের জলে কিছু হবে না লেখা
একটি গোলাপ হাতে কখনো আর
বলবো না তোমাকে আর ভালোবেসেছি ।।
হয়তো পাবো না আর সুখেরও ছায়া
হৃদয় জুড়ে রবে চোখেরও মায়া
ঝর্ণা ধারার মতো হলো না মন
বুক ভাঙা স্রোতে যে শুধু ভেসেছি ।।