আমি আমার মাকে ভালোবাসি
আমি আমার মাতৃভূমি
শ্যামল এ দেশটাকে ভালোবাসি ।।
আমি ভালোবাসি আমার এ মাতৃভাষা
সে যে আমার গর্ব আহা চির মধুর আশা
অ আ ক খ উচ্চারণে বুকে বাজে সুখের বাঁশি ।।
আমি চিরদিনই মায়ের এ স্নেহ পেয়ে
যেন প্রাণের বর্ণমালায় উঠি এ গান গেয়ে
অ আ ক খ উচ্চারণে মুখে ফোটে মধুর হাসি ।।