আমায় কেন দস্যি মেয়ে সবাই বলে রে
কেন ভয় পেয়ে আমায় পাড়া পড়শিরা
সব এড়িয়ে চলে রে ।।
রাত দুপুরে আমি যদি নূপুর পড়ে
দুষ্টুমিতে একটু নাচি, সে নাকি দারুণ ঝড়ে
সকলের ঘুম ভাঙানো ফন্দি আটা বলে সকলে ।।
মিষ্টি করে আমি যদি একটু হাসি
ফুল কুমারী সে যে এমন, সে নাকি প্রেমের ফাঁসি
সকলের কন্ঠে পড়াই ইচ্ছে করে বলে সকলে ।।