আমার সূর্যমুখী দিন
আমার চন্দ্রমুখী রাত
ভালোবাসার মুঠোয় আমার
বাঁধলো দুটি হাত ।।
ভুলে গেলাম আমায় যে আজ আমি
প্রেমের চেয়ে নয়তো কিছুই দামী
সবুজ পাহাড় বেয়ে যেনো
নামলো আমার বুকে সুখেরই প্রভাত ।।
সুবর্ণ এই ফাগুন যে আজ হেসে
আমায় নিয়ে হারায় নিরুদ্দেশে
চোখের চাওয়ায় বুকে যেনো
ফুটলো গোলাপ হয়ে পঞ্চমী চাঁদ ।।